জীবন নয় এ তো রণক্ষেত্র,
যেখানে যুদ্ধ চলছে সবার!
সারিতে সেনা সৃষ্টি হচ্ছে,
পথবন্ধ পালাবার!
সমাজ নয় এ তো যোদ্ধামেলা,
যোদ্ধাসরে মাতাল তারা,
বারুতের বিস্ফোরণে ভয়ঃখেলা,
যেখানে যোদ্ধারাও নামহারা!
কোনো যোদ্ধা লড়াই করে,
রঙিন চশমা ধরে রাখতে,
প্রতিদিন জীবন সাজাতে,
উৎসবের মতো জীবন রাঙাতে!
কোনো যোদ্ধা লড়াই করে,
যুদ্ধের ছায়াতলে স্বপ্ন বাঁচাতে,
নিজের সরলতা লুকাতে,
নিজেকে যোগ্য প্রমান করতে!
কোনো যোদ্ধা লড়াই করে,
ক্লান্তিহীন ঘোড়ার মতো,
চামড়ার আড়ালে লুকোনো ক্ষত,
পিঠে নিয়ে সিংহের মতো!
কোনো যোদ্ধা লড়াই করে,
খাম-খেয়ালের আড়ালে,
ক্ষত লুকিয়ে সমাজের তালে,
গর্জন করে আসরের গানে!
কোনো যোদ্ধা লড়াই করে,
গোলকধাঁধায় পথ খুজতে,
বাস্তব রাঙানোর ব্যর্থতাতে,
ধবংসিত রাজ্য গড়তে!
সূর্যের ক্লান্তির ঘামের গন্ধে,
আকাশের লাল আভাও পলাতক!
শহর যখন অগোছালো ছন্দে,
জীবন থেকে যোদ্ধারাও পলাতক!
যোদ্ধাসরের আয়োজন করে,
হাজারো ক্ষতের ব্যথা ভুলতে,
ছন্দে ছন্দে মাথা মাতাতে,
বিষাক্ত ধোঁয়ায় নিজেদের লুকাতে!