Fragrant-Hideaway

প্রেমন্ত্রণ

Premontran by Jannatul Arpa

আমি সুদীর্ঘ পথের ন্যয় তোমায় ভালোবাসি
এ পথের শেষ কোথায় জানি না
পথে চলার সময় যেখানেই সুযোগ পাই একটি করে ফুলের চারা গেথে দেই।
কখনো বাগান বিলাস কখনো বেলী কখনো বা শিউলী

প্রশ্নোত্তর চোখে তাকালে

পথের চূড়ান্ত পর্যায় গিয়ে যখন পেছনে ফিরে তাকাবো যখন স্মৃতিচারণ করতে বসবো তখন যেনো তুমি আমি শিউলীর ছায়া তলে দাঁড়িয়ে মনের ভাব বিনিময় করতে পারি। বাগান বিলাসের সৌন্দর্যের সঙ্গে যেনো তোমার মায়ার রেখা আঁকতে পারি।
বেলীর সুবাসে যেনো ভালোবাসা আরো তীব্র হয়ে উঠে।
তখন যদি এই চারা না বসাতাম তাহলে তো পেছনে তাকালে শুধুই তিক্ততার দেখা পেতাম।

জানতে চাইবে না আমি তোমায় কেমন রকম ভালোবাসি?

জানার প্রয়োজনবোধ করিনি৷
আমার ভালোবাসা প্রকাশের সুযোগ তুমি করে দিয়েছো।
বাহুডোরপ মোরে টেনে নিয়েছো
করেছো আমায় আপন।
তোমার কাছে মন খুলে বলতে পারি আমার ভালোবাসার বচন।
এ যে আমার শতাব্দির চাওয়া
যা তুমি করেছো বাস্তবায়ন।

Share

One thought on “প্রেমন্ত্রণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *