সন্ধ্যা
জীবন নয় এ তো রণক্ষেত্র,যেখানে যুদ্ধ চলছে সবার!সারিতে সেনা সৃষ্টি হচ্ছে,পথবন্ধ পালাবার! সমাজ নয় এ তো যোদ্ধামেলা,যোদ্ধাসরে মাতাল তারা,বারুতের বিস্ফোরণে ভয়ঃখেলা,যেখানে যোদ্ধারাও নামহারা! কোনো যোদ্ধা লড়াই করে,রঙিন চশমা ধরে রাখতে,প্রতিদিন জীবন সাজাতে,উৎসবের মতো জীবন রাঙাতে! কোনো যোদ্ধা লড়াই করে,যুদ্ধের ছায়াতলে স্বপ্ন বাঁচাতে,নিজের সরলতা লুকাতে,নিজেকে যোগ্য প্রমান করতে! কোনো যোদ্ধা লড়াই করে,ক্লান্তিহীন ঘোড়ার মতো,চামড়ার আড়ালে লুকোনো…